রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছে থেকে ৫লিটার দেশীয় চোলাই মদ ও ২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও সিআর মামলায় পলাতক একজন আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির চাঁন্দুড়িয়া উপর পাড়া গ্রামের মোজাহার আলীর পুত্র গাঁজা ব্যবসায়ী মোশারফ হোসেন(৪৫),একই গ্রামের মৃত ইদ্রি আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৩৮) কে ২০গ্রাম গাঁজা ও মুন্ডুমালা পৌর এলাকার মাহালী পাড়ায় অভিযান চালিয়ে মৃত নিবারন সিংহের পুত্র শ্রী প্রসনজিৎ বাস্কী সিংহ(২১) কে ৫লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে সিআর মামলার পলাতক আসামি সরনজাই ইউপির মন্ডলপাড়া গ্রামের ওসমান গনির পুত্র মাহাবুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন ধরে আসামীরা নিজ এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।