এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোর পৌরসভা টিবিএম কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নতুন প্রজন্মের কাছে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা শ্রী কাত্তিক চন্দ্র ভূঁইমালি। কলেজ অধ্যক্ষ অসিম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন, শিক্ষক সাবিহা খাতুনের পরিচালনায়, আরো বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল জব্বার, প্রভাষক মরিয়ম বেগম,সাইদুর রহমান, জহির উদ্দিন,ইকবাল হোসেন, লুৎফর রহমান, আনারুল ইসলাম, সোহেল রানা,নাজমুল হক রন্জু প্রমুখ। এসময় কলেজের কর্মচারী ও শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।