রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন পুর্বক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলের দিকে ইউপি যুবলীগের আয়োজনে আবু বকর স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। ইউপি যুবলীগের সহসভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হিরো,জেলা যুবলীগের সহসভাপতি আবু রায়হান তপন, যুবলীগ কে দুলাল, হাবিবুর রহমান, জাহাঙ্গীর, মাহাম,জামিল,হিরা প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্র লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জানান, ইউপির যুব মহিলা লীগের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ২৩ এপ্রিল ইউপির নয় ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।