রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজারে অবস্হিত শেখ রাসেল স্মৃতি সংসদ চত্বরে কামারগাঁ ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাম কমল সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান, জেলা যুবলীগের সহ সম্পাদক বদিউজ্জামাল নয়ন, সহ সভাপতি আবু রায়হান তপন, উপজেলা যুবলীগের সহসভাপতি সিরাজ উদ্দিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হিরো, ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নির্মল, ইউপি সদস্য লুৎফর রহমান, আলাউদ্দিন, মতিউর রহমান, আব্দুল মজিদ, মাহাম,জামিল,হিরা প্রমুখ। শেষে ইফতার সামনে নিয়ে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ইউপির নয় ওয়ার্ডের যুবলীগ, যুব মহিলা লীগ সহ ছাত্র লীগের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জানান, ইউপির ৫ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক নির্বাচিত করা হবে।একাধিক প্রার্থী থাকায় ইফতার ও নামাজ শেষে নাম প্রকাশ হবে ।