১৯৬৬ সালে প্রতিষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছে। সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচন বিকাল ৪টা অব্ধি চলবে।
বুধবার (৬ই এপ্রিল) উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম। নির্বাচনে ৬ জন অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ম্যানেজিং কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, মো. ছায়েদুল ইসলাম, মো. বদরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, গোলজার ইসলাম, মো. লিপন ইসলাম ও জাকিরুল ইসলাম।