বাংলাদেশ আওয়ামী লীগ, ডোমার উপজেলার আওতাধীন ৮নং ডোমার সদর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে এপ্রিল) বিকাল ৫টায় ডোমার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলী। এতে সভাপতিত্ব করেন—সদর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মহিনুর ইসলাম।
সদর ইউপির সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা নুর ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মুক্তি, ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহম্মেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা মো. আবুল কাসেম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মো. স্বপন রহমান প্রমূখ।