মানবিক বাংলাদেশের প্রত্যয়ে গঠিত ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ এর নীলফামারী জেলার অন্তর্গত ডোমার উপজেলা শাখার এক (০১) বছর মেয়াদী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক জিওন নির্বাচিত।
‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ এর চেয়ারম্যান মানবিক বন্ধু আদম তমিজি হকের নির্দেশক্রমে নীলফামারী জেলা শাখার সভাপতি শ্রী নলনী বিশ্বাস জয় ও সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ডোমার উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি পদে রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক পদে মো. রাজেউন সরকার (জিওন) নির্বাচিত হয়েছেন। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করা হয়েছে, মোঃ সুমন ইসলাম প্রামানিক, সদস্য বাংলাদেশ প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখা।