পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নীলফামারীর ‘ডোমার প্রেসক্লাব’ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) বিকালে ডোমার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।