নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ এর নবনির্বাচিত ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই এপ্রিল) বেলা ১২টায় শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে শপথ বাক্য পাঠ করান—শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এসময় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম উপস্থিত ছিলেন।
পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আনজারুল হক। এছাড়া অন্যান্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, সহ-সভাপতি মো. মোজাফফর আলী ও মো. আখতারুজ্জামান সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. রওশন রশীদ, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আল-আমিন রহমান।
এছাড়া পরিষদের শপথ গ্রহণ করা কার্যনির্বাহী সদস্যরা হলেন—রাশেদ মাহমুদ উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান সোহাগ, মো. হাফিজুর রহমান মন্ত্রী ও সাজ্জাদ কিবরিয়া পাপ্পু। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে নাজিরা ফেরদৌসী চৌধুরীও একই সময় শপথ বাক্য পাঠ করেন।
উল্লেখ্য, গত ২৪শে মার্চ শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায়, বাকি ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
মোঃ সুমন ইসলাম প্রামানিক, সদস্য বাংলাদেশ প্রেসক্লাব, ডোমার উপজেলা শাখা।মোবাইল নম্বর ০১৭৮০-৫৫১৬১৭