পবিত্র মাহে রমজানে নীলফামারীর ডোমারে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিনিয়ত হাট-বাজার পরিদর্শন ও ব্যাপক তৎপরতা চালাচ্ছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও (৫ই এপ্রিল) ডোমার উপজেলার বোড়াগাড়ি হাট ও আশেপাশের বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে পরিদর্শনে নামেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। রমজান মাসে ইফতারির পসরা সাজানো দোকানিদের উদ্দেশ্যে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন জায়গায় স্বাস্থ্যসম্মত খাবার তৈরির অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান জানান, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় উপজেলার সকল হাট-বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্য নিশ্চিতে বাড়তি নাম নজরদারি রয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় যদি স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সরবরাহ করা হয়, তাহলে ক্রেতা ও বিক্রেতা সহ সবাই ভালো থাকবেন।
উল্লেখ্য, এর আগে উপজেলার সকল হাট-বাজারে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে একাধিকবার।