শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

টাঙ্গাইলে ১৮ ইউপি নির্বাচনে আ.লীগ ১১, বিদ্রোহী ও স্বতন্ত্র ৭

আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে
  • আপডেট বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৩৯ দেখেছে

টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল(১৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা এবং দেলদুয়ার উপজেলায় উপ-নির্বাচন চলে সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃংখলা রক্ষাকারীহ বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।

নির্বাচনে ১৮টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাতটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

নির্বাচিতরা হলেন –
বাসাইল উপজেলা : এদিন বাসাইল উপজেলার ২টি ইউনিয়নে নির্বাচন ১টিতে নৌকা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।

বিজয়ীরা হলো – বাসাইল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সোহানুর রহমান সোহেল এবং কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রমজান মিয়া

সখিপুর উপজেলা : ৯ম ধাপে সখীপুরে ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলো – দাড়িয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

মির্জাপুর উপজেলা : এদিন উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ৬টি ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ আর ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলো – বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আবু সাঈদ, ভাওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রউফ, আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে কাদের সিকদার, লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রনি ও তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা নির্বাচিত হয়েছেন।

মধুপুর উপজেলা : ৯ম ধাপের এই নির্বাচনে মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু অনিবার্যকারণবশতঃ অরণখোলা ও ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে ৬টি ইউনিয়নের নির্বাচনের ৫টিতে নৌকা আর ১টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।

বিজয়ীরা হলো – কুড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. ফজলুল হক, শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে মো. গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহি উদ্দিন মহির এবং বেড়বাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. জুলহাস উদ্দিন।

দেলদুয়ার উপজেলা : দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাত হোসেন।

নাগরপুর উপজেলা : ৯ম দফা নির্বাচনে উপজেলার ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!