টাঙ্গাইলের ছয়টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ শুরু হয়। ১৮টির মধ্যে একটিতে ব্যালট ও বাকিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সখীপুর উপজেলার গজারিয়া, দাড়িয়াপুর; মধুপুরের কুড়ালিয়া, মহিষমাড়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, শোলাকুড়ী; মির্জাপুরের বহুরিয়া, ফতেপুর, ভাওরা, লতিফপুর, তরফপুর, আজগানা; নাগরপুরের ভারড়া; বাসাইলে কাশিল, বাসাইল সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে; ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৩নং সংরক্ষিত ওয়ার্ড এবং ধনবাড়ী উপজেলায় বীরতারা ইউনিয়নে ৪ নং সাধারণ ওয়ার্ডে উপ-নির্বাচন চলছে। এরআগে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়।
১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে এক জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৯০১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। ভোট কক্ষ রয়েছে ৮৫৮টি। নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১৬ প্লাটুন বিজিবি, পুলিশ, র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান জানান, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে।