জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় এক অটো চালক নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ জুন) বিকেল ৫ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চা বজরদ্দিপাড়া এস এস ব্রিক্সস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অটো চালক শাহীন ওরফে শাহী (৩৮) উপজেলার বাণী পাকুরিয়া গ্রামের বোচা শেখের ছেলে।
আহতরা হলেন- অটো রিক্সার যাত্রী মেলান্দহের আব্দুর রহিমের মেয়ে গুলেছা (৪৫), ফারহান তানভীরের মেয়ে ছন্দা (২৮), হরিপুর গ্রামের রাসেলের মেয়ে রুমাইসা (২), জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেজাউল (৫০), মাছিমপুর গ্রামের নুরুল ইসলাম (৫২), মালগুদাম এলাকার নাছির সরকারের ছেলে রানা সরদার (৩৫)।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার মালঞ্চা বজরদ্দিপাড়া এস এস ব্রিক্সস সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন মারা যান এবং ছয় জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি অটো রিক্সা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখনো মামলা হয়নি।