মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে জামালপুরের জিলবাংলা সুগার মিলস্ লিমিটেডের ২০২২-২৩ইং ৬৫তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ডিসেম্বর) বিকালে জিলবাংলা সুগার মিল প্রাঙ্গণে এক মিলাদ মাহফিল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আখচাষী কল্যাণ সমিতির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলাল এমপি।
মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সদর দপ্তরের বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পরিচালক আশরাফ আলী।
এতে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র মোহাম্মদ নুরুন্নবী অপুসহ মিলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আখচাষী ও সুধী বৃন্দ।