সমতার চেতনা প্রতিষ্টা করি, নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ মহিলা পরিষদের ৫২ তম প্রতিষ্টা বার্ষিকী ২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম শেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আয়শা বেগম। সাধারণ সম্পাদক হীরামন আক্তার এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনির সিনিয়র সহ সভাপতি দীপশ্রী তালুকদার। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার। বিশেষ অতিথি হাওর বাচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, সহকারী শিক্ষক হুসনে আরা বেগম, সহ সভাপতি মাধবী পাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিলিপ্তা রানী হালদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মিনারা আক্তার, কার্যকরী পরিষদের সদস্য মমতাজ বেগম, প্রমিলা পাল, জলী আক্তার, মারিয়া রশিদ প্রমুখ। আলোচনা সভার পর কেক কেটে ৫২ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।