বাংলাদেশ নির্বাচন কমিশন জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২২ নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে অনুষ্টিত হয়। বুধবার রাত ৯ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ফলাফল ঘোষনা করা হয়। সকাল হতে বিকাল পর্যন্ত দুই ইউনিয়নে ইভিএমের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। জানাযায়, দুই ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, এর মাঝে জামালগঞ্জ সদর ইউপি ৭ জন, জামালগঞ্জ উত্তর ৬ জন। সদর ইউনিয়নে মোঃ কামাল চশমা প্রতিকে মোট ভোট পেয়েছে ৩৮৬২টি, নিকটবর্তী প্রতিদন্ডীতা করেছেন আনারস সাজ্জাদ মাহমুদ তালুকদার আনারস ভোট পেয়েছেন ২৫৫৯ টি ভোট। এতে বিজয়ী হয়েছেন মো: কামাল চশমা প্রতিক।
জামালগঞ্জ উত্তর হানিফ মিয়া ঘোড়া প্রতিক মোট ভোট পেয়েছেন ৩২৫৮ ভোট, নিকটবর্তী প্রতিদন্ডীতা করেছেন এম নবী হোসেন নৌকা প্রতিক ২৮১০ ভোট পেয়েছেন। হানিফ মিয়া ঘোড়া প্রতিকে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া ২ ইউনিয়নে ১৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৬ জন নারী সদস্য বিজয়ী হয়েছে। বিজয়ীদের নামের তালিকা পাঠ করে শুনান জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: আনোয়ারুল ইসলাম, উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) অলিদুজ্জামান, দোয়ারা বাজার নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মো: আবু তাহের, বিশিষ্ট শিল্পপতি মোঃ মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, রিপোটাস ক্লাবের সভাপতি অঞ্জন পুরকাস্থ সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।