আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের উপলক্ষে ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ৪ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি, সুনামগঞ্জ পুলিশ সুপার বিপিএম মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মুরাদ উদ্দিন হাওলাদার, উপজেলা সহকারী (ভূমি) অলিদুজ্জামান, ওসি মীর মোঃ আব্দুন নাসের।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীগণ। অবাধ ও সুষ্ট নির্বাচন হওয়ার জন্য সকলের প্রতি আহবান রাখেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। তিনি আরও বলেন, এই প্রথম জামালগঞ্জ উপজেলায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ইউপি নির্বাচন অনুষ্টিত হইবে। এছাড়া তিনি নির্বাচন আচরণ বিধি সম্পকে আলোচনা করেন।