সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার বর্তমান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার এর সভাপতিত্বে, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহু আমান এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, জিয়াউর রহমান, সদস্য মো. ফারুক মিয়া, আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী তালুকদার, সহ সভাপতি মুনসুর আল উসমান বাদল, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রেন্টু সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইয়াকবীর আফিন্দী, সাচনা বাজার ইউপি শ্রমিকলীগের সভাপতি শাহানুর মিয়া, ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ আল লিমন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আজাদ বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামীলীগকে ভালবাসী, ভালবাসী লাল সবুুুুজের পতাকে, ভালবাসী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শকে, বিশ্বনেত্রী
শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। অত্যান্ত দুঃখের সহিত বলতে হয়, যারা শেখ হাসিনার আদেশ অমান্য করে, বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেই সকল হাইবিট নেতাদেরকে দল থেকে অব্যাহতি ও আওয়ামীলীগের দলীয় পদ থেকে বিতারিত করতে হবে। আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। সকল নেতা কর্মীগণ সক্রিয়, দলের কমান্ড মেনে দলীয় কাজ করে সেই সকল মজিব সৈনিকদের নিয়ে আসন্ন উপজেলা কমিটি গঠন করার জন্য অনুরোধ জানাচ্ছি, তৃণমুল নেতা কর্মীদের মতামতকে প্রধান্য দিয়ে উপজেলা সম্মেলন অনুষ্টিত হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।