সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জাফলংয়ের লন্ডনী বাজার মাঠে জাফলং কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।
সভার পর্যটকদের সাথে আচার-আচরণ, জাফলং জিরো পয়েন্টের পাথর রক্ষাসহ বাজারের পণ্যের মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই মো. কবির হোসেন, স্থানীয় ব্যবসায়ী আনছার মিয়াসহ পর্যটন ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।