শুক্রবার (১ অক্টোবর) বাদ মাগরিব, ফুলবাড়ীয়া শিবরামপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে জাপা’র সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলে র সদ্য প্রয়াত ৩য় সন্তান রাফসান শাহরিয়ার নিলয় স্বরণে শোক সভা, দোয়া ও মিলাদ ১০নং কালাদহ ইউনিয়ন জাপা’র সহ সভাপতি মো: আবিদুর রশিদ মেম্বারে র সভাপতিত্বে ও নাসরীদ ইসমাইলের পরিচালনায় এ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ১০ নং কালাদহ ইউনিয়ন জাপা র সভাপতি ডা: আব্দুস সালাম। উল্লেখ্য যে ডা: আব্দুস সালাম ব্যক্তিগতভাবে আলোচ্য অনুষ্ঠানের সার্বিক খরচাদি প্রদান করেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া উপজেলা জাপা র যুগ্ম আহ্বায়ক এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ।
নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ নেতা তাহমিদ তালুকদার, আব্দুল হাকিম,মো: হারুন মাষ্টার, আলতাফ হোসেন প্রমূখ।