জামালপুর ইসলামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিবর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে গৃহ প্রদান উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিবর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমূখ বক্তব্য রাখেন।
এতে উজেলার কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,উপজেলার কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
৪র্থ পর্যায়ের ইসলামপুর উপজেলায় ৪১জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।