বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সদস্য পদে মনোনীত হয়েছেন আনছারুল হক রাকিব।
আনছারুল হক রাকিব ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং এ বিএসসি শেষ করেছে। রাকিব বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
রাকিব বলেন আওয়ামী লীগ পরিবারে জন্মের পাশাপাশি স্কুল জীবনেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তাঁর পিতা চান মিয়া ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ সাথে জড়িত ছিলেন। এখন প্রবাসে থাকেন।
আনছারুল হক রাকিব ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখা ভট্টাচার্য এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সামস্ ই নোমানের প্রতি।
আনছারুল হক রাকিব বলেন, ‘আমি একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। বাবার আদর্শে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে চাই। সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের পাশে থাকতে চাই।’