ডোমার উপজেলা কেতকীবাড়ি চাঁন্দখানা গ্রামের কৈমারী পাড়ায় বাঁশকাটার অভিযোগ উঠেছে হামিদুল (৫৫) মিস্তিরি উপর,ঘটনাস্থানে শওকত আলী (৬৫)কে জিজ্ঞেস করলে তিনি জানান গত ১৩/০৪/২২ তারিখে আমার ভোগ দখলীয় জমিতে ৪-৫-৭ টি বাঁশকাটা পরে আছে আমি সবাইকে জিজ্ঞেস করলে হামিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪৫) বাড়ি থেকে বেরিয়ে বলে আমরা কাটছি তা কি হয়েছে আমি বলি আমার বাশঁ আপনি কেন কাটবেন হামিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪৫) বলে আমার ঘরে বাঁশ হেলে ছিল তাই কাটছি আমি বলি আপনারা বাঁশের আগাল কাটতে পারতেন এভাবে কথা কাটাকাটি হলে হামিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪৫) আমাকে থাপ্পড় দেয়, পিছন থেকে তার ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং মেয়ে ইতি আক্তার (১৭) এসে সবাই মিলে আমাকে লাঠি দিয়ে মারধর করে, আমি অজ্ঞান হয়ে যায়, পাড়াপড়শি কাছে জানতে চাইলে সবাই বলে শওকত আলী মাটিতে পরে গেলে আমরা সবাই মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়, পাড়াপড়শি আরো জানান হামিদুল (৫৫)মিস্তিরি এসে বলে শওগত আলীকে মারি ফেলান নাই কেনে, তারপর দেখতাম, এই বিষয় ৬নং ওয়াডের ইউপি সদস্য মোঃ তারেক রহমানকে জিজ্ঞেস করলে তিনি জানান হে আমি জানি হামিদুল মিস্তিরি শওকত আলীর বাঁশকাটছে কিছু মারপিট হয়েছে শওকত আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ছিল আমরা সমাধান করতে চাইতেছি তারা আমাকে এখনো বলে নাই শওকত আলী না কি থানায় অভিযোগ করেছে তাহলে কি ভাবে সমাধান হবে, এই বিষয় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রুমানকে ২,৩, বার মোটুফনে কল দিলে তেনার সঙ্গে যোগাযোগ করা যায় নি।