নীলফামারীর চিলাহাটিতে দুই ইউনিয়নের ঘূর্ণিঝড়ে প্রায় ২৫ টির মত ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
রবিবার দুপুরে ডোমার উপজেলা ভোগডাবুড়ি ও কেতকীবাড়ি ইউনিয়নের চান্দখানা, বোতলগঞ্জ বিভিন্ন যায়গায় ঘূর্ণিঝড় আঘাত হানে। জানা যায়, ঘূর্ণিঝড়ে উপড়ে পড়েছে প্রায় সহস্রাধিক গাছপালা ও ঘর বাড়ি।
এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। ইউনিয়নের বোদাপাড়ায়, কাজিরহাট, ঘুনুরাম, চিলাহাটিতে থানাবাজার, গোঁসাইগঞ্জবাজার, বিওপিবাজার, কয়েকটি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভোগডাবুড়ি ও কেতকীবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ২৫টির মত ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়।