শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়তে  পারলেই স্মার্ট বাংলাদেশ গড়েতোলা সম্ভব -প্রফেসর ড. মো. আবু তাহের

জিল্লুর রহমান রতন, মেলান্দহ (জামালপুর) থেকে
  • আপডেট সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৩ দেখেছে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থার উপযোগী করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রস্তুত হতে হবে। এক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে সবাইকে নতুন নতুন জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং তা সংরক্ষণ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
রবিবার (০৭ মে) সকালে জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিবিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চলমান এই বৈশ্বিক রূপান্তর থেকে বাংলাদেশের জনগণ যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে নতুন নতুন ইনোভেশন ও গবেষণার মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে হবে বলেও তিনি জানান।
বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি তার প্রবন্ধে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক এবং বাংলাদেশে কী ধরনের প্রভাব হতে পারে এর ভবিষ্যতমূলক দিক উপস্থাপন করেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তরে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রফেসর ড. সেলিনা আখতার।
উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের উন্নতির জন্য সর্বশেষ প্রবণতা সম্পর্কে জানাতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন একাডেমিক চাহিদা বিবেচনায় একটি অত্যাধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে।
প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সেমিনারে  বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, সেমিনারের সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস.এম. ইউসুফ আলী প্রমুখ।
সেমিনার শেষে ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতারকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!