সিলেটের গোয়াইনঘাটে মুক্তার হোসেন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খালে স্থানীয়রা মুক্তারের গলাকাটা লাশ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রেরণ করে।মুক্তার হোসেন উপজেলার ভিতরগুল গ্রামের কুটু মিয়ার ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানা গেলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করা ও আইনের আওতায় আনা সহজ হবে।