১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে।
এ উপলক্ষ্যে ২২শে মার্চ ২০২২ ইং মঙ্গলবার বিকাল ৩ টায় গাজীপুর মহানগর কৃষক লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও কৃষক হত্যা দিবস উপলক্ষ্যে সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও প্রান্তিক এবং বর্গাচাষীদের মাঝে সার বিতরণ এর আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান। প্রধান আলোচক : বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি, এমপি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া। গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মজিদ বি এস সি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আতাউল্লাহ মন্ডল। কৃষক লীগের গাজীপুর মহানগর কমিটির সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: আব্দুল কাদির মন্ডল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সম্মানিত অতিথি বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সহসভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি । বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি, এমপি । গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মজিদ বি এস সি। গাজীপুর মহানগর কৃষক লীগের বাসন থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন: গাজীপুরের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।