জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান এর বাবা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার খন্দকার গোলামুর রহমান গতশনিবার রাত ৮ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে মৃত্যবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
করোনা ভাইরাসের বৈশ্বিক চরম দুর্ভোগকালে তার এ মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।