ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আইন ও বিচার বিভাগের (২০১৭-২০১৮) শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
১৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ত্রিশাল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাদিকুল ইসলাম সকাল ।
এ সময় তিনি বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় একচেটিয়া কিছু সন্ত্রাসীর নিয়ন্ত্রনে চলে গিয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভাড়াটিয়া চাকরের পরিণত হয়েছে । আমরা এই ঘটনার বিচার চাই । সন্ত্রাসীদের উপযুক্ত বিচার করতে হবে । ‘
মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান বলেন, বহিস্কারের প্রতিবাদে শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে । আপনারা স্মারকলিপি জমা দেন । আমরা প্রশাসনিকভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখবো ।
মানববন্ধন শেষে জাককানইবি প্রক্টরের কাছে তারা একটি স্মারকলিপি জমা দেন এবং পরীক্ষার হলে ঢুকে তারেক রহমানের উপর হামলার বিষয়ে আলাদা একটি অভিযোগপত্র দেয়া দেয়া হয় ।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুযমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু আইন পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক তারেক রহমান সহ আরো তিন শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয় ।