করোনা পরিস্থিতিতে মানুষকে রক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাই এখন আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই সীমিত পরিসরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
সংসদের চলতি অধিবেশনে দেয়া বিশেষ বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে ক্ষুধা-দ্রারিদ্রমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা আওয়ামী লীগের অঙ্গীকার।
শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠা থেকেই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে সংগ্রাম করে আসছে আওয়ামী লীগ। তার দল যখনই ক্ষমতায় থাকে তখনই বাংলাদেশ এগিয়ে যায়।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে এদেশের মানুষ দুঃখে-কষ্টে আছে। তবে এ সংকট মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।