বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৭ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ৭৩৪ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪৮ লাখ ৩৮ হাজার ৩২০ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন, ব্রাজিলে পাঁচ লাখ ৭৯ হাজার ২২৬, রাশিয়ায় তিন লাখ ৩৯ হাজার ৭১১ জন, ভারতে দুই লাখ ৩৭ হাজার ২৫২, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৮২ হাজার ৮৯৩, জার্মানিতে এক লাখ ৭৪ হাজার ৯০০, চিলিতে দুই লাখ ৫৬৯, ইরানে এক লাখ ৬৩ হাজার ৫৯১, তুরস্কে এক লাখ ৬০ হাজার ২৪০, পেরুতে এক লাখ ৪১ হাজার ৯৬৭, মেক্সিকোতে এক লাখ ৩৫ হাজার ২৭৯, সৌদি আরবে এক লাখ এক হাজার ১৩০, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪১৩ এবং ফ্রান্সে ৭৪ হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৬৩ হাজার ৮৮৬ জন, বাংলাদেশে ৪৫ হাজার ৭৭, সুইজারল্যান্ডে ২৯ হাজার, বেলজিয়ামে ১৬ হাজার ৭৭১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ১৯৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৮৮১, মালয়েশিয়ায় আট হাজার ১৫৬ জন এবং অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৮৯৬ সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৭০ হাজার ৬৯৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।