সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ। হঠাৎ ফি নির্ধারণ করায় নিম্ন আয়ের লোকজন সংক্রমিত হলেও পরীক্ষা করাতে আসবে না বলে দাবি তাদের।
যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, ফি নির্ধারণের পর এখন আর কেউ বারবার পরীক্ষা করাতে আসবে না।
এদিকে, বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে সরকারি হাসপাতালগুলোয় সুনির্দিষ্ট নির্দেশনা নেই বলছেন পরীক্ষা করাতে আসা লোকজন। কোথায়, কার সাথে কথা বলে টাকা জমা দিতে হবে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানে না বলে দাবি তাদের।
রাজধানীর বেশির ভাগ বুথেই সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষ। মুখে মাস্ক থাকলেও একসাথে জটলা করে অপেক্ষা করছেন নমুনা দিতে। নিজেদের মতো সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়ায় তারা। এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি নেই বলে দাবি তাদের। মুগদা জেনারেল হাসপাতালসহ অনেক জায়গায় করোনা পরীক্ষার নমুনা দিতে রাত থেকে অপেক্ষা করতে দেখা যায় অনেককে।