প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন বলেন, রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে ঢাকার বাসায় ফিরেছেন তিনি।
জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ঠাণ্ডা ও সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরে তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। রোববার দুপুরে সিএমএইচ হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে মন্ত্রী ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফেরেন।