কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ইসলামি ব্যাংক কর্তৃক আজ ৯এপ্রিল শনিবার সার্বজনীন কল্যাণে মাহে রমযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা চেয়ারম্যান ভূরুঙ্গামারী।সার্বজনীন কল্যাণে মাহে রমযান শীর্ষক আলোচনা করেন মাওলানা মাহবুবুল আলম, আরবি শিক্ষক, ভূরুঙ্গামারী ফাজিল সিনিয়র মাদ্রাসা। বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, ভূরুঙ্গামারী। আজিজুর রহমান স্বপন, সরকার রাকিব আহমেদ জুয়েল, সভাপতি আমদানি-রপ্তানিকারক সমিতি, মোঃ জালাল উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভূরুঙ্গামারী। সভাপতিত্ত করেন এফএভিপি একেএম মোজাহারুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ভূরুঙ্গামারী শাখার ম্যানেজার অপারেশন মোঃ নূরুল ইসলাম ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ীগণ,
ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিসহ প্রায় পাঁচ শতাধিক লোক উক্ত ইফতার মাহফিলে অংশ নেন।