নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক বাজেটে শিশু সুরক্ষা ও উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য বাহাগিলী ইউপি চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান।
রবিবার সকালে বাহাগিলী আলোর দিশারী শিশু ফোরাম এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম মিয়া,ওয়ার্ল্ড ভিশন’র প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,ওয়ার্ড সদস্য স্বপন মিয়া, উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান,গ্রাম উন্নয়ন কমিটি’র সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। জানা যায় বাহাগিলী আলোর দিশারী নেতৃত্বাধীন শিশু ফোরাম একটি শিশু কেন্দ্রিক ও শিশু পরিচালিত সংগঠন। এ সংগঠন সকল শিশুদের অধিকার প্রতিষ্ঠা,শিশু সুরক্ষা,শিশু’র প্রতিভা বিকাশ,শিশু দিবস উদযাপন,প্রতিবন্ধী শিশু’র উন্নয়ন, শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনটির নিজস্ব কোন তহবিল নেই। তাই ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরে শিশু উন্নয়ন,শিশু ও যুব কল্যাণের নিমিত্তে বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য উদাত্ত আহ্বান জানান তারা।
উল্লেখ্য যে,অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল কিশোরগঞ্জে এপি,ওয়াল্ড ভিশন বাংলাদেশ।