আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার দ্রুত আশুরোগ রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জুন) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আয়োজিত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি পতিরাম চন্দ্র রায়, সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান চিলু, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন কুমার রায়,বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাঈনুল আরেফিন সপুসহ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।