নীলফামারীর কিশোরগঞ্জে মাজেদা বেগম (৪০) নামের তিন সন্তানের মা বিষ পানে আত্নহত্যা করেছেন।
বুধবার সকাল ৭টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাশেদুলের মেয়ে পরিবারের মতের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ বিয়েতে মেয়ে-জামাই মেনে নেওয়া না নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধে। এরই জের ধরে তিনি বুধবার সকালে নিজ বাড়িতে বিষ পান করেন । এ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কতর্বরত চিকিৎসক মূমূর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরন করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার (ওসি) রাজীব কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।