“সুখী কৃষক সুখী দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি মিথুন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু। বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পমাল্য অর্পণসহ সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য যে,কৃষি উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।