ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির ২০২২-২৩ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে জমকালো আয়োজনের প্রধান অতিথির বক্তৃতায় ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ হফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সরকারের সহযোগীতা করে থাকে সাংবাদিকবৃন্দ। সরকারের ভালো দিকগুলো জনগণের কল্যাণে তোলে ধরতে হবে পাশাপাশি মন্দ দিকগুলোর গঠনমূলক সমালোচনা করে ভুলগুলো জনসমক্ষে প্রকাশ করাই হলো সাংবাদিকদের কাজ। কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাংবাদিকবৃন্দের প্রতি প্রত্যাশা রইলো তারা যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামের সুবিচার করে তাঁর মর্যাদা অক্ষুন্ন রাখে। তাদের এই পরিচিতি সভায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান।
পরিচিতি সভায় যাদের উপস্থিতি পরিচিতি সভাকে আলোকিত করেছে তারা হলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মীর সালমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহীদউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,কানিহারি ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ,ত্রিশাল ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আপেল মাহমুদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,ত্রিশালের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাংবাদিকবৃন্দ।
উক্ত পরিচিতি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মুহাম্মদ আহসান হাবীব। সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিঃ শরীফ নাফে আস সাবের মনির এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জীবন।