কাউনিয়া রংপুর প্রতিনিধিঃরংপুরে কাউনিয়া পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে টাকা দিয়ে জুয়া খেলায় ০৭জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ মাসুমুর রহমান এর এসআই ওসমান গনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রি অনুমান ০১.৪৫ ঘটিকায় অত্র থানাধীন বল্লভবিষু মৌজাস্থ এসবিএফ ইট ভাটার উত্তর-পূর্ব কোনে টিনসেড ঘরের মধ্যে অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ার আসর হইতে ০৭ (সাত) জন জুয়ারুসহ জুয়া খেলার সরঞ্জাম, ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শ্রী প্রিয়নাথ চন্দ্র রায় (৩২) পিতা-মৃত দর্প বর্মন সাং-পূর্ব খুটামারা (বারাইপাড়া), থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, শ্রী দীলিপ চন্দ্র বর্মন (২৫) পিতা রাধা চরণ বর্মন, সাং-দক্ষিন ব্যাকাটারী, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, শ্রী গবিন্দ্র চন্দ্র বর্মন (৫৮) পিতা-মৃত খগেন্দ্র নাথ বর্মন সাং-শান্তিরাম (ক্ষত্রিয়পাড়া) থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, শ্রী বিপুল চন্দ্র সিংহ (৩২) পিতা-মৃত সুরোজিত চন্দ্র বর্মন সাং-দেবু সোনারায় থানা-পীরগাছা, জেলা-রংপুর ৫। মোঃ শফিকুল ইসলাম লম্\্বু (৪৭) পিতা-মৃত খয়বর আলী, সাং-বল্লভবিষু, মোঃ নুর আলম (২৮) পিতা-মৃত আবুল হোসেন, সাং-খোর্দ্দ ভুতছড়া,মোঃ লেবু মিয়া (৪৬) পিতা-মৃত আলেফ উদ্দিন, সাং-বল্লভবিষু সকলের থানা-কাউনিয়া, জেলা-রংপুর।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি)মাসুমুর রহমান বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীগনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।