কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ০৩ কেজি গাজা সহ মোঃ লুৎফর রহমান লালন ও সুলতান মাহমুদ নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ ওসি মাসুমুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই ওসমান গণি নেত্বেতে একদল পুলিশ উপজেলার রংপুর- কুড়িগ্রাম মহা সড়কের উপজেলার হলদীবাড়ী মৌজাস্থ শ্যামলী পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা এস এম এলিগ্যান্ট বাসে (ঢাকা মেট্রো ব ১১-০০৭০) অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার চড় খারুয়া গ্রামের আব্দুল কাইয়ুম এর ছেলে লুৎফর রহমান লালন (২৫) একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সুলতান মাহমুদ (১৯) মাদক ব্যাবসায়ীকে তিন কেজি গাজা সহ আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করেন।