দেশব্যাপী মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরে এবারে তৃতীয় পর্যায়ে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার জমিসহ ঘর প্রদানের আনুষ্ঠানিকতার উদ্বোধন ও প্রয়োজনীয় দলিলপত্রাদি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সারা দেশ ব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর প্রদান করা হয়। যার মধ্যে রংপুর জেলায় ৬৭৫টি এবং কাউনিয়ায় উপজেলায় ৪০টি পরিবারকে ২ শতাংশ জমিসহ আধাপাকা ঘরসহ দলিলপত্রাদি প্রদান করা হয়।
গণভবন থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে এই ঘর প্রদান করেন।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপহার প্রদানের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান অনুষ্টান সুবিধাভোগীদের সরাসরি দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বানী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন,কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ ওসি মাসুমুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণএবং ঘর ও জমি প্রাপ্ত ভূমিহীনরা উপস্থিত ছিলেন।