কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে সোমবার অভিযান চালিয়ে নকল সার ও কীটনাশক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকালে হারাগাছ পৌর সভার হাসান মন্ডলের মিতু সার ঘর, মীরবাগ কদমতলা বাস স্টান্ড এলাকায় দিপক ভূঁঈয়ার ভূঈয়া সার ঘর ও তকিপল বাজারের মেনাজ উদ্দিনের মিতু সার ঘরে অভিযান চালিয়ে নকল সার ও কীটনাশক রাখার দায়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীর ৫ হাজার টাকা করে মোট ১৫ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত ২ হাজার ২শ’ ৬ কেজি নকল জিং,ব্রণ,হরমন জাতীয় সার এবং ৫২ লিটার নকল কীটনাশক যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। পরে এসব নকল সার ও কীটনাশক মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কল্লোল কিশোর সরকার।