রংপুরের কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়নের হরপের তেপতি থেকে মোঃ আবিদ হাসান(আদিয়াত) (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় (৪ এপ্রিল) সকালে নিখোঁজ ছাত্রের বাবা মোঃ আক্তারুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি জিডি করেন।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ওই ছাত্র।
নিখোঁজ আবিদ হাসান(আদিয়াত) রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তার নানার বাড়ি সলগ্ন তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসার আবাসিকে থাকতো।
নিখোঁজের বাবা মোঃ আক্তারুজ্জামান জানান, ‘শনিবার সকালের নাস্তার বিরতির পর আর ফিরে আসেনি,এমতাবস্তায় মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম আমার শশুরের সাথে যোগাযোগ করে জানান, তার নাতিকে পাওয়া যাচ্ছে না। আমরা খবর পেয়ে মাদ্রাসা গিয়ে দেখি আমার ছেলে নেই। এরপর সে বাড়ি ফেরেনি। শিক্ষকরাও কিছু বলতে পারছে না। আত্মীয় স্বজনের বাড়ি ও আশপাশের সব এলাকায় খোঁজ নেয়া হয়েছে। তার কোনো সন্ধান না পেয়ে কাউনিয়া থানায় জিডি করেছি।
এবিষয়ে তাইফিজুল কুরআন মডেল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল ইসলাম বলেন, গত ২ এপ্রিল সকালে মাদ্রাসা থেকে বের হলে সে আর মাদ্রাসা আসেনি, তারপর থেকে নিখোঁজ হয় আবিদ হাসান। আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার নানার বাড়িতে বিষয়টি জানাই। সে বাসায়ও যায় নি বলে জানান তার নানা নানী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১৬৮ আমরা ওই ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছি।কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে কউনিয়া থানা অথবা তার বাবা মোঃ আক্তরুজ্জামানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে মোবাইল নং ০১৭১৮৯১০৮৩৫।