কাউনিয়া উপজেলায় হরিশ্বর গ্রামে একটি আখ ক্ষেতথেকে০২ টি গাঁজা গাছ ও ২০০ গ্রাম শুকনো গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । তার নাম মোঃ আয়নাল হক (৬৫)।
রোববার (২৪এপ্রিল) বিকেলে উপজেলার হরিশ্বর গ্রামের তার বসতবাড়ির পাশে আখ খেত থেকে গাঁজা গাছ দুইটি উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশ্বর গ্রামে এক ব্যক্তি গোপনে গাঁজা চাষাবাদ করতেছে।
এমন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মাসুমুর রহমানের নির্দেশে এস আই মোঃ সাজু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানাধীন হরিশ্বর গ্রামে অভিযান চালিয়ে মৃত হাতেম আলী এর পুত্র মোঃ মোঃ আয়নাল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে আয়নাল হক এর বাড়ি তল্লাশী করিয়া তাহার হেফাজত হইতে পলিথিনে মোড়ানো ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও আসামী আয়নাল হক এর দেখানো মতে তার ভোগদখলীয় আখক্ষেতের মধ্যে চাষ করা অবস্থায় ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে গাঁজা চাষ করে আসছিলো। ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে