রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৫শে মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের বদ্ধভুমির স্মৃতি সৌধ পাদদেশে মোমবাতি জ্বালিয়ে গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, শহীদবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, সাবেক সিনিয়র সহ সভাপতি জামিল হোসাইন,ইউপি সচিব আবু সায়েম , ইউপি সদস্য মহির উদ্দিন, ফাতেমা আক্তার,সহ প্রমুখ।