ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কাউনিয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রবিবার বেলা এগারটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন এর নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন , বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলমসহ কর্মকর্তাবৃন্দ।