করোনার মূল প্রবাহ কিছুদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। নিজের করোনা চিকিৎসা ব্যয় নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান। সেজন্য স্বাস্থ্য ব্যবস্থার সুস্থতার ওপর জোর দেন তিনি।
এসময় ডা. জাফরুল্লাহ বলেন, করোনা মোকাবিলায় সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে পুনরায় পরীক্ষায় নেগেটিভ হন।
নিজস্ব কিট ও আরটি পিসিআর দুই পরীক্ষাতেই তার ফল নেগেটিভ আসে। তবে এখনও তার শারীরিক অবস্থা শতভাগ সুস্থ নন বলে জানান তিনি।