লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার চর মার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ এর বাড়ির দরজায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, চর মার্টিন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা.আলী আহম্মদ, যুবদলের যুগ্ম-আহবায়ক আবু ছায়েদ দোলন, কালকিনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমন, মোরশেদ আলম ফারুক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রাহাত সর্দার, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমদ ভূইয়া, আল আমিন রিয়াজসহ প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সেলিম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন মাহমুদ।
এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দীন নিজান এর হাতকে শক্তিশালী ও দলের আন্দোলনকে বেগবান করতে হবে। দলের সঠিক নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। তারণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিয়ে আনতে হবে।
পরিশেষে, তিনি দলের আগামী’র সরকার বিরোধী আন্দোলনে সবাইকে রাজপথে মোকাবেলা করার আহবান জানান।