জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার’স দপ্তরের সহকারী রেজিস্ট্রার এফএম রেজাউল করিম সবুজের পিতা, গুজিয়াম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলী ফকির (৮৪) গত ১৮ডিসেম্বর রবিবার রাত ১.৩০ টায় বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বেলা ২.৩০টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবির,ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ৩ কন্যা,নাতি-নাতনি,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর গভীর শোক প্রকাশ করছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।